বিনোদন ডেস্ক: দুইটি ফ্রাঞ্চাইঞ্জিভিত্তিক ক্রিকেট ক্লাবের মালিক শাহরুখ খান। তবে তাতেও মন ভরছে না এই বলিউডের অভিনতার। এবার তিনি নাম লেখালেন নারী ক্রিকেটেও। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নারীদের টুর্নামেন্টে ‘ত্রিনিবাগো’ দলের মালিকানা কিনেছে তার মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ‘নাইট রাইডার্স’। শাহরুখ নিজই নিশ্চিত করেছেন এই তথ্য।
শাহরুখ লেখেন, প্রথমবারের মতো নারী ক্রিকেট দলের মালিকানা নিল নাইট রাইডার্স। দলটির নাম ‘ত্রিনিবাগো নাইট রাইডার্স’। নারী সিপিএলের প্রথম আসর থেকেই দলটি খেলবে। শাহরুখ লিখেছেন, ‘আমাদের সবার জন্য এটা খুবই আনন্দের মুহূর্ত। আশা করছি, আমি ওদের সরাসরি দেখার জন্য উপস্থিত থাকতে পারব। ’
শাহরুখের দলের নেতৃত্ব দেবেন দিয়েন্দ্রা ডটিন। অন্যদুটি দল 'বার্বাডোজ রয়্যালস'-এর নেতৃত্ব দেবেন হেইলি ম্যাথিউ আর 'গিয়ানা আমাজন ওয়ারিয়র্স'-এর নেতৃত্ব দেবেন স্টেফানি টেলর।
rocky/ramen