নিজস্ব প্রতিবেদক : অর্থদণ্ডের বিধান রেখে ‘দ্য প্রেস কাউন্সিল (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট ২০২২’- এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রাষ্ট্রের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বহানিকর অপসাংবাদিকতার জন্য সংবাদ সরবরাহকারী প্রতিষ্ঠানকে অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে আইনের খসড়ায়।
আজ সোমবার (২০শে জুন, ২০২২) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সংশোধিত আইনটির খসড়ায় অনুমোদন দেওয়া হয়।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, জরিমানা হিসেবে সুনির্দিষ্ট পরিমাণ টাকার অংক রাখার বিষয়টি বাতিল করা হয়েছে। প্রেস কাউন্সিলই জরিমানার অংক নির্ধারণ করবে।
তিনি জানান, আগে প্রেস কাউন্সিল শুধু তিরস্কার করতে পারতো। এখন থেকে জরিমানা করতে পারবে। তবে এই আইন এখনও চূড়ান্ত হয়নি। আরও আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে। আইন মন্ত্রণালয়ের যাচাইবাছাইয়ের পর আইনটি আবারও মন্ত্রিসভায় উত্থাপিত হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংবাদপত্র ও সংবাদ সংস্থার মানোন্নয়ন, সংরক্ষণ ও অপসাংবাদিকতা দূর করতে কাউন্সিল কর্তৃক রাষ্ট্রীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা, নৈতিকতা ইত্যাদি ক্ষুন্ন বা ভঙ্গের দায়ে অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
JP/joy