নির্মল রঞ্জন গুহ'র মরদেহ দেশে পৌঁছাবে আজ

প্রকাশিত: ৩০-০৬-২০২২ ১১:০৬

আপডেট: ৩০-০৬-২০২২ ১১:০৬

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ'র মরদেহ আজ সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে। আগামীকাল পহেলা জুলাই শুক্রবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শবযাত্রা শুরু হবে।

সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদসেনর জন্য রাখা হবে মরদেহ। শ্রদ্ধা নিবেদন শেষে শবদেহ নেয়া হবে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। পরে বিকালে নিজ গ্রাম দোহারে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। 

এদিকে, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ'র মৃত্যুতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নানা কর্মসূচি হাতে নিয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সকল পর্যায়ের নেতৃবৃন্দকে কর্মসূচিতে অংশ নিতে নির্দেশনা দিয়েছেন।

আগামীকাল পহেলা জুলাই শুক্রবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শবযাত্রা শুরু হবে। সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদসেনর জন্য রাখা হবে মরদেহ। শ্রদ্ধা নিবেদন শেষে শবদেহ নেয়া হবে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। পরে বিকালে নিজ গ্রাম দোহারে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। 

এছা্ড়া আগামী তিনদিন সংগঠনের প্রতিটি জেলা/মহানগর/উপজেলা/থানা/ওয়ার্ড কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

উল্লেখ্য স্থানীয় সময় বুধবার (২৯শে জুন) সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

MNU/sharif