আশুলিয়ায় নিহত শিক্ষকের পরিবারের নিরাপত্তা দাবি

প্রকাশিত: ০১-০৭-২০২২ ১৮:০৪

আপডেট: ০১-০৭-২০২২ ১৮:০৫

সাভার সংবাদদাতা: আশুলিয়ার হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের নিহত শিক্ষক উৎপল কুমার সরকারের পরিবারের সদস্যদের নিরাপত্তা দাবি করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ (শুক্রবার) সকালে কলেজটিতে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে ঢাকা জেলা পুলিশের কর্মকর্তাদের মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। সভায় শিক্ষা প্রতিষ্ঠানটিতে আগামীকাল থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসময় হত্যাকারী জিতুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়। 

প্রসঙ্গত গত শনিবার (২৫শে জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে প্রকাশ্যে শিক্ষক উৎপলকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে আঘাত করেন শিক্ষার্থী জিতু। পরে শিক্ষককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (২৭শে জুন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহত শিক্ষকের ভাই বাদী হয়ে মামলা করলে ২৮শে জুন রাতে কুষ্টিয়া থেকে জিতুর বাবা উজ্জ্বল হাজীকে ও ২৯শে জুন গাজীপুর থেকে জিতুকে গ্রেফতার করা হয়।

afroza/sharif