বিনোদন ডেস্ক: ‘মিস ইন্ডিয়া- ২০২২’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন সিনি শেট্টি। ৩১ জন প্রতিযোগীকে হারিয়ে এই শিরোপা জিতেছেন সিনি।
মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছিল। যেখানে সিনিকে মিস ইন্ডিয়া বলে ঘোষণা করা হয়। তিনি কর্ণাটকের বাসিন্দা।
প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত। দ্বিতীয় রানার আপ উত্তর প্রদেশের শিনাতা চৌহান।
বিচারকদের প্যানেলে ছিলেন- নেহা ধুপিয়া, মালাইকা অরোরা, ডিনো মোরিয়া, মিতালি রাজের মতো তারকারা।
মিস ইন্ডিয়া ২০২২ সিনি শেট্টি চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট এর পেশাদার কোর্স করছেন। নাচ শেখা শুরু করেন মাত্র চার বছর বয়স থেকে। সব ক্ষেত্রেই পরিবারকে পাশে পেয়েছে তিনি।
rocky/ramen