রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু সোমবার

প্রকাশিত: ২৩-০৭-২০২২ ১৭:২৯

আপডেট: ২৩-০৭-২০২২ ১৭:২৯

রাজশাহী সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। এরইমধ্যে শেষ হয়েছে সকল প্রস্তুতি। 

শনিবার (২৩শে জুলাই) ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ৩ দিনব্যাপী এই পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। এরমধ্যে সোমবার ‘সি’, মঙ্গলবার ‘এ’ এবং বুধবার ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টায় শুরু হয়ে ৪ শিফটের এই পরীক্ষা চলবে বিকাল সাড়ে চারটা পযন্ত।

এসময় আরও বলা হয় চারস্তরের নিরাপত্তায় ভর্তি পরীক্ষায় অংশ নেবে অন্তত দেড় লাখ পরীক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৮ জন। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে প্রবেশ করতে হবে কেন্দ্রে। পরীক্ষার কেন্দ্রে নিষিদ্ধ করা হয়েছে মোবাইল ও ক্যালকুলেটরসহ যেকোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস।

 

FR/habib