‘শিক্ষায় করোনাকলীন ক্ষতি কাটাতে পরিকল্পনা তৈরি’

প্রকাশিত: ২৯-০৭-২০২২ ১৫:০০

আপডেট: ২৯-০৭-২০২২ ১৫:২৬

চাঁদপুর সংবাদদাতা: করোনাকালীন সময়ে শিক্ষার ঘাটতি কাটাতে পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

আজ শুক্রবার  দুপুরে চাঁদপুর জেলা পুলিশের ফ্যামেলী ডে অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এসময় তিনি আরও  বলেন ইতিমধ্যে এ বিষয়ে গবেষণা শেষে ফলাফলও পাওয়া গেছে। 

সপ্তাহখানের মধ্যে চূড়ান্ত অনুমোদন দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। 

এর আগে তিনি  মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

 

FR/prabir