ক্রীড়া প্রতিবেদক: ব্যাটসম্যানদের ব্যর্থতা এবং নাসুম আহমেদের বেহিসেবি বোলিংয়েই জিম্বাবুয়ের কাছে শেষ টি- টোয়েন্টিতে হেরে বাংলাদেশের সিরিজ হাতছাড়া হয়েছে বলে মনে করেন অধিনায়ক মোসাদ্দেক সৈকত। ম্যাচে ভাল অবস্থায় থেকেও, খেলার মাঝামাঝি সময়ে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হওয়ার কারণে এই পরাজয় বলেও জানান তিনি।
জিম্বাবুয়ে সফরের আগে অধিনায়ক পরিবর্তন করা থেকে শুরু করে হঠাৎ করেই অগোছালো হয়ে পড়েছিলো বাংলাদেশ ক্রিকেট দল। তড়িঘড়ি করে মাহমুদউলাহ রিয়াদের জায়গায় অধিনায়ক করা হয় নুরুল হাসান সোহানকে।
প্রথম টি- টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ পরাজয় দিয়ে এবারের জিম্বাবুয়ে মিশন শুরু করে। প্রথম দুই ম্যাচে তরুণ দল নিয়েই খেলে বাংলাদেশ দল। দ্বিতীয় টি- টোয়েন্টি জিতে সিরিজে সমতা আনে। তবে ইনজুরির কারণে ওই ম্যাচের পর দল থেকে ছিটকে পড়েন অধিনায়ক সোহান।
বাংলাদেশ তৃতীয় ম্যাচে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। যদিও শুরুটা ভালোই করেছিলো। তবে শেষ ৬ ওভারে বাংলাদেশকে হতাশ করে ৮০ রান তোলে স্বাগতিকরা। বিশেষ করে ১৫তম ওভারে নাসুম দিয়েছে ৩৪ রান। মূলত ওই এক ওভারেই ম্যাচ বাংলাদেশের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে বলে মনে করেন মোসাদ্দেক সৈকত।
তৃতীয় টি- টোয়েন্টিতে বাংলাদেশ দলের ফিল্ডিংও ছিলো বাজে। বেশ কিছু বল ফিল্ডাররা ঠিকমতো ধরতে পারেনি। বোলিং এবং ব্যাটিংয়ের উন্নতিতে আরো পরিকল্পনা দরকার বলে মনে করেন অধিনায়ক।
টি- টোয়েন্টি সিরিজের ব্যর্থতা ভুলে ওয়ানডে সিরিজে নতুন উদ্যামে শুরু করতে চায় বাংলাদেশ দল। আগামী ৫ই আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
SMS/shimul