চট্টগ্রাম প্রতিবেদক: সরকারি বিভিন্ন দপ্তরে কাজ নিয়ে গেলে বিচিত্র হয়রানির শিকার হন চট্টগ্রামের মানুষ। দিনের পর দিন ঘুরতে হয়। টাকা ছাড়া কোন কাজই হয় না। সরকারি কর্মচারীদের কাছ থেকে জোটে অনাকাঙ্খিত আচরণ। চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে এমন সব অভিযোগ করেছেন সেবা প্রত্যাশীরা। শুনানি নিয়ে দুদকের কমিশনার মোজাম্মেল হক খান বলেন, দুর্নীতি করে কেউ পার পাবে না।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ, কাষ্টমস, বন্দর, ভূমি অফিস, বিআরটিএসহ ৩১টি সরকারি দপ্তরে সেবা প্রত্যাশীদের হয়রানির দুই শতাধিক অভিযোগ পায় দুর্নীতি দমন কমিশন- দুদক। এসব অভিযোগ নিয়ে দুদক বুধবার দিনব্যাপী গণশুনানির আয়োজন করে। চট্টগ্রাম মেডিকেল কলেজের শহীদ বীর উত্তম শাহ আলম মিলনায়তনে এই গণশুনানিতে দুদকের কমিশনার মোজাম্মেল হক খান অংশ নেন। এ সময় সরকারি দপ্তরে হয়রানির নানা অভিযোগ জানান ভুক্তভোগীরা। গণশুনানিতে এসব অভিযোগের ব্যাপারে নিজেদের মত কিছু উত্তরও দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরে দুদক কমিশনার মোজাম্মেল হক খান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে সেবা পাওয়া নাগরিকের সাংবিধানিক অধিকার। তাদের হয়রানি করলে কর্মচারীদের শাস্তি পেতে হবে।
গণশুনানিতে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, জেলা প্রশাসক, দুদকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
lamia/shimul