কলেজে ফিরলেন নড়াইলের অধ্যক্ষ

প্রকাশিত: ০৩-০৮-২০২২ ২২:৪৭

আপডেট: ০৩-০৮-২০২২ ২২:৪৭

নড়াইল সংবাদদাতা: ফুলেল ভালোবাসায় সিক্ত হয়ে ঘটনার দেড় মাস পর কর্মস্থলে ফিরলেন জুতারমালা পরিয়ে অপদস্থের শিকার নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের সেই অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস।

আজ বুধবার (তেসরা আগস্ট) ফুলের মালা দিয়ে নিজ প্রিয়প্রতিষ্ঠানে বীরোচিত সম্মাননায় বরণ করে নেয়া হলো অধ্যক্ষকে। এদিন সকালে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস বোসসহ অন্যদের সঙ্গে পুলিশের ব্যাপক নিরাপত্তার মাঝে স্বপন কুমার কলেজে এসে পৌঁছান।

এ সময় কলেজ গেটে শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীসহ একাধিক মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। পরে সাংবাদিকের কাছে নিজের অনুভূতি জানাতে গিয়ে স্বপন কুমার সবার অকুণ্ঠ ভালোবাসায় সে দিনের অনভিপ্রেত সেই ঘটনা দুঃস্বপ্ন ভেবে ভুলে গিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা জানান।

মহানবী (সা.) সম্পর্কে কটূক্তিকারী ভারতের বহিষ্কৃত বিজেপি নেতা নূপুর শর্মার সমর্থনে ফেসবুকে স্ট্যাটাস দেয়া মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের শিক্ষার্থী রাহুল দেবকে অধ্যক্ষ সমর্থন দিয়েছেন এমন গুজব ছড়িয়ে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১৮ই জুন ওই শিক্ষার্থীর পাশাপাশি ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমারকে জুতার মালা পরানোসহ ওই কলেজে নানা সহিংসতা সংঘটিত হয়।

এ ঘটনায় অজ্ঞাত  ১৮০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। এ পর্যন্ত নয়জন পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। ভিডিও ফুটেজ দেখে জড়িত অন্যদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

MHS/shimul