ক্রীড়া ডেস্ক: বেটউইনার নিউজ নামের একটি অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন দূত হয়েছেন সাকিব আল হাসান। কদিন আগেই সাকিব ও প্রতিষ্ঠানটি উভয়ে নিজেদের সোশ্যাল মিডিয়াতে এই তথ্য প্রকাশ করেছিল।
বিসিবিকে না জানিয়েই এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছিলেন সাকিব। বাংলাদেশ সরকারের আইন ও বিসিবি আইনে বেটিং নিষিদ্ধ হওয়ায় প্রতিষ্ঠানটি কোনোভাবে বেটিংয়ের সঙ্গে যুক্ত কী না সেটি খতিয়ে দেখবে বিসিবি।
আজ বৃহস্পতিবার (৪ঠা আগস্ট) মিরপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বোর্ড সভা শেষে এ কথা জানান।
তিনি বলেন, ‘আমাদের অনুমতি নেয়ার প্রশ্নই উঠে না। কারণ আমরা তো অনুমতি দেবই না। তার মানে আমাদের কাছে অনুমতি চায়নি। এরপর জানতে হবে আসলেই চুক্তিটা হয়েছে কিনা। আজকের মিটিংয়ে এটা উঠেছে, এটা কোনোভাবেই সম্ভব না। আমি বলেছি এমন চুক্তি হয়েছে কিনা তা সাকিবের কাছে জানতে চাওয়া হবে।’
NS/shimul