নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোস্টগার্ড শুধু সমুদ্রবন্দর নয়, তারা সব ধরনের নিরাপত্তার জন্য কাজ করছে। মানব ও মাদক পাচার রোধেও সফল ভূমিকা রাখছে তারা।
শুক্রবার (৫ই আগস্ট) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ডের সমুদ্র মহড়া পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কোস্টগার্ডের জাহাজ তাজউদ্দিনে উপস্থিত থেকে তিনি এ মহড়া পরিদর্শন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কোস্টগার্ড সক্ষমতায় দিন দিন আরও এগিয়ে যাচ্ছে। জলদস্যুতা বন্ধে তারা অগ্রণী ভূমিকা রাখছে। সত্যিকারেই তারা 'গার্ডিয়ান অব সি' হয়ে উঠেছে।
কোস্টগার্ডকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় শক্তিশালী করা হেেয়ছে উলেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বাহিনীকে আধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত করা হয়েছে।
এই মহড়ায় কোস্টগার্ডের জাহাজসমূহের স্টিম পোস্ট, ভিবিএসএস এক্সারসাইজ, ২০ মিটার রেসকিউ বোট, মেটাল শার্ক এবং জাহাজ কামরুজ্জামান দ্বারা পলিউশন কন্ট্রোল এক্সারসাইজ, ডিসপারসেন্ট ডেলিভারি ও ওয়াটার গান অপারেশন প্রদর্শন করা হয়।
MNU/shimul