নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে গাছে বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ই আগস্ট) বিকেলে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ছনপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাহ হোসেন জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে নির্জন স্থানে মরদেহ ঝুলিয়ে রাখে। তার নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
rocky/habib