নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় একটি রিকশার গ্যারেজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্যারেজের মালিকসহ ৮ জন দগ্ধ হয়েছেন। আজ শনিবার (৬ই আগস্ট) সকালে উত্তরার কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, গ্যারেজ মালিক গাজী মাজহারুল ইসলাম (৪০), রিকশাচালক মিজানুর রহমান (৩৫), শাহীন (২৫), নূর হোসেন (৫০), শফিকুল ইসলাম (৩০), মাসুম মিয়া (৩৫), আল আমিন (৩০) ও গ্যারেজের মিস্ত্রী মো. আলমগীর (আলম) (২৩)।
বিস্ফোরণে দগ্ধ ৮জনের অধিকাংশরই শরীরের ৭০ শতাংশর বেশি পুড়ে গেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারি পরিচালক হোসাইন ইমাম জানান, তাদের শ্বাসনালী পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক। একজন আইসিইউতে ও বাকিদের এসডিইউতে নেয়া হয়েছে। ৪৮ ঘন্টা পর্যবেক্ষণ রাখা হয়েছে।
দগ্ধদের স্বজনরা বলেন, গ্যারেজটিতে রাসায়নিক বস্তু ছিলো। কীভাবে বিস্ফোরণ ঘটেছে তা এখনও পরিস্কার নয়।
MHS/shamim