আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নতুন উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন জগদীপ ধনখড়। বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটের বিপুল ব্যবধানে হারিয়ে দিলেন জগদীপ। তিনি পেয়েছেন৫২৮ ভোট। আগামী ১১ই আগস্ট উপ-রাষ্ট্রপতি পদে শপথ নেবেন পশ্চিমবঙ্গের সাবেক এই রাজ্যপাল।
স্থানীয় সময় শনিবার (৬ই আগস্ট) ভারতের পার্লামেন্ট হাউজে সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। তারপরই শুরু হয় গণনার কাজ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোট দেয়ার মাধ্যমে শুরু হয় ভোট গ্রহণ। রাষ্ট্রপতি নির্বাচনের মতো বিধানসভা সদস্যদের কোনো ভোটাধিকার নেই এই নির্বাচনে।
উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭৮০ জন। যেকোনো প্রার্থীর জয়ের জন্য প্রয়োজনে ৩৯০টি ভোটের। সেখানে বিজেপির একারই ছিল ৩৯৪টি ভোট। সহযোগী দলগুলির এমপিদের ভোট মিলিয়ে বিজেপি জোটের ভোট দাঁড়ায় ৪৪১ এ। এ ছাড়া, বিজেডি, ওয়াইএসআর কংগ্রেস, বিএসপি, টিডিপি, আকালি দলসহ অন্যান্যরা জগদীপ ধনখড়কে আগেই সমর্থন জানিয়েছিল।
hasna/shimul