নিজস্ব প্রতিবেদক: তিন দিনের মাথায় বাংলাদেশের বাজারে ফের বাড়ল সোনার দাম। ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৯৫৩ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ৩০২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
রোববার (৭ই আগস্ট) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ৮৪ হাজার ৩০২ টাকা, ২১ ক্যারেটের দাম ৮০ হাজার ৪৫৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৮ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৬ হাজার ৯৫৯ টাকা।
এর আগে গত তেসরা আগস্ট ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৩৪৮ টাকা করা হয়। তার আগে ২৮শে জুলাই সোনার দাম বাড়ানো হয়। তারও আগে দুই দিনের ব্যবধানে দাম বাড়ানো হয়। অর্থাৎ ২৬শে জুলাই সোনার দাম বাড়ানো হয় যা ২৭শে জুলাই থেকে কার্যকর হয়।
MHS/habib