শিল্পাঞ্চলে ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি

প্রকাশিত: ০৭-০৮-২০২২ ২০:০১

আপডেট: ০৭-০৮-২০২২ ২১:৩৪

নিজস্ব প্রতিবেদক: শিল্পাঞ্চলগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি দেবে সরকার। ব্যবসায়ী নেতারাও সরকারের এ উদ্যোগে সায় দিয়েছেন। দুপুরে বিদ্যুৎ ভবনে ব্যবসায়ী সংগঠনের নেতাদের সাথে বৈঠকের পর একথা জানান বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আক্টোবর মাস থেকে দেশে লোড শেডিং থাকবে না বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। 

বৈশ্বিক প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ে গতমাস থেকে সরা দেশে এলাকা ভিত্তিক লোড শেডিং চালু করে সরকার।  উৎপাদনমুখী শিল্প কারখানায় নিরচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবার সারা দেশে শিল্পাঞ্চলগুলোতে ভিন্ন ভিন্ন দিন সাপ্তাহিক ছুটি রাখতে ব্যবসায়ী প্রতিনিধিদের কাছে অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। শুরুতে রাজধানীর আশপাশের এলাকায় এই প্রকৃয়া অনুসরন করা হবে। রোববার বিদ্যুৎ বিভাগে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এ বিষয়ে বৈঠক করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, শিল্প কারখানার উৎপাদন অব্যাহত রাখতে অঞ্চল ভিত্তিক রেশনিংয়ের কথা ভাবছে সরকার। এটি কার্যকর হলে প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে।

তিনি জানান, গ্রাম অঞ্চলে দৈনিক ৪ ঘন্টারমতো  লোড শেডিং হচ্ছে। আগামি মাসেই লোড শেডিং অর্ধেকে নেমে আসবে।

শিল্পাঞ্চলে ছুটি রাখার বিষয়ে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীরা। 

জ্বালানী তেলের দাম বাড়ার কারণে শিল্প কারখানা পরিচালনায় বিরাট সমস্যা হচ্ছে বলেও জানান ব্যবসায়ীরা।

 

MRP/shimul