নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে দুর্র্ধর্ষ একটি কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে দেশী অস্ত্র উদ্ধার করা হয়। আজ রোববার (৭ই জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের র্যাব-১১ এর সহকারী পরিচালক মোহাম্মদ রিজওয়ান সাঈদ জিকু এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, দীর্ঘদিন যাবত এই কিশোর গ্যাং জনমনে ত্রাস ও ভয়ভীতি সৃষ্টি করে আসছিলো। এমন অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, দলের প্রধান মোহাম্মদ রাইসুল ইসলাম সিমান্ত, সদস্য মোহাম্মদ নাঈম মিয়া, মোহাম্মদ হাসান, মোহাম্মদ পারভেজ মিয়া, আবির বিন হাকিম, মোহাম্মদ রাহাত ও মোহাম্মদ রিয়াদুল ইসলাম।
Kaniz/shimul