ভারী বৃষ্টিতে যুক্তরাষ্ট্রে ৯ শতাধিক ফ্লাইট বাতিল

প্রকাশিত: ০৮-০৮-২০২২ ১৩:২৫

আপডেট: ০৮-০৮-২০২২ ১৩:২৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারি বৃষ্টিপাত ও আগাম বন্যার সতর্কতা জারির কারণে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৯১২টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ সময় দেরি করে ছেড়েছে ৬ হাজার ৩৭৮টি উড়োজাহাজ। সোমবার এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। 

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট অ্যাওয়ারের হিসাব অনসারে, রোববার (৭ই আগস্ট) একদিনে যুক্তরাষ্ট্রজুড়ে ৯১২টি ফ্লাইট বাতিল হয়েছে; আর বিলম্বিত হয়েছে ৬ হাজার ৩৭৮টি ফ্লাইট। শিকাগো ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। সেখানের ১২ শতাংশ ফ্লাইট বাতিল ও ৪০ শতাংশ বিলম্বিত হয়। ওইদিন শিকাগোতে ভারি বৃষ্টি হয়। আকস্মিক বন্যা সতর্কতাও জারি করে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রে শনিবার (৬ আগস্ট) মোট ৬৫৭টি ফ্লাইট বাতিল হয়। একইসাথে বিলম্ব হয়েছে সাত হাজার ২৬৭টি। 

 

aleya/sat