মৌলভীবাজারে কয়েকটি বাড়িতে পাখির রাজত্ব

প্রকাশিত: ০৮-০৮-২০২২ ১৭:৫৫

আপডেট: ০৮-০৮-২০২২ ১৮:০১

মৌলভীবাজার সংবাদদাতা: বাড়ি যদিও মানুষের, তবে সেখানে রাজত্ব পাখিদের। মৌলভীবাজারের এমন কয়েকটি বাড়িতে বাসা বেঁধেছে বক, শালিক, পানকৌড়ি, জলকুড়াসহ বিভিন্ন প্রজাতির পাখি। যা দেখে মুগ্ধ দর্শনার্থীরা। এই সৌন্দর্য বাঁচিয়ে রাখতে আর পাখিদের সুরক্ষায় বনবিভাগের সহযোগিতা চাইলেন পাখিপ্রেমিরা। 

মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোনা গ্রামের কয়েকটি বাড়িতে কয়েক বছর ধরে আশ্রয় নিয়েছে হাজারো পাখি। ডালে ডালে পাখির বাসায় বাসায় জন্ম নিয়েছে ছানা। চোখ জুড়ানো এমন দৃশ্য সুন্দর আলীর বাড়ির এখানে সেখানে গড়ে উঠা পাখিদের আশ্রয়ের। ঝাঁকে ঝাঁকে পাখির কলতানে আকৃষ্ট পাখিপ্রেমিরা। শিকারীদের উৎপাত থাকলেও বাড়িগুলোর লোকজন ও প্রতিবেশীদের ভালোবাসায় টিকে আছে পাখিরা।

সারা বছরই কমবেশি পাখি থাকে। তবে বৈশাখ মাস থেকে বাড়তে থাকে সংখ্যা। এই ভিড় থাকে ভাদ্র মাস পর্যন্ত। একসাথে অনেক পাখি দেখে মুগ্ধ হন বেড়াতে আসা মানুষ। 

পাখিগুলোর নিরাপত্তার জন্য সব ধরনের সহযোগিতার কথা বললেন বন বিভাগের এই কর্মকর্তা। 

সদর উপজেলার শ্যামেরকোনা, মল্লিকসরাইসহ জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও বড়লেখা উপজেলার বিভিন্ন গ্রামে অন্তত আটটি বাড়িতে আবাস গড়েছে নানা প্রজাতির পাখি।

 

afroza/sat