দেশ দেউলিয়া হওয়ার পথে : ফখরুল

প্রকাশিত: ০৮-০৮-২০২২ ২০:১০

আপডেট: ০৮-০৮-২০২২ ২৩:৪৮

নিজস্ব প্রতিবেদক: সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে দেশ দেউলিয়া হওয়ার পথে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের অর্থনৈতিক সংকটের জন্য আওয়ামী লীগ সরকারই দায়ী। এজন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে। 

দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব বলেন মির্জা ফখরুল। ভোলায় পুলিশের সাথে সংঘর্ষে জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের মৃত্যুর প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। 

সমাবেশে জ্বালানী তেলের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ১১ই আগস্ট ঢাকায় ও ১২ই আগস্ট জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচী ঘোষনা করে বিএনপি।

 

GM/shimul