চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ০৮-০৮-২০২২ ২০:২৬

আপডেট: ০৮-০৮-২০২২ ২০:২৬

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল, ওয়ান শ্যুটারগান, গুলি ও ম্যাগজিনসহ অস্ত্র ব্যবসায়ী ইদলকে (৪৬) গ্রেফতার করেছে র‌্যাব-৫। রোববার (৭ই আগস্ট) দিবাগত রাতে জেলার শিবগঞ্জ উপজেলার ধোবড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী ইদল উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ি মিয়াপুর এলাকার মৃত অহেদুল আলীর ছেলে।  

চাঁপাইনবাবগঞ্জের র‌্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তোকির জানান, রোববার (৭ই আগষ্ট) দিবাগত রাতে ধোবড়া বাজার ক্যাডেট ইংলিশ একাডেমির সামনে অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্রসহ আসামিকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত ইদল। সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করার সময় র‌্যাবের হাতে ধরা পড়ে সে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

  

 

lamia/shimul