আইজিপি'র আমেরিকা যাওয়ার ব্যাপারে আশাবাদী পররাষ্ট্র সচিব

প্রকাশিত: ০৮-০৮-২০২২ ২০:৩০

আপডেট: ০৮-০৮-২০২২ ২১:২৫

নিজস্ব প্রতিবেদক: আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল সিসন ঢাকায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন। পরে পররাষ্ট্র সচিব জানান, র‌্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে পুলিশ প্রধানদের সম্মেলনে আইজিপি বেনজীর আহমেদ যোগ দিতে পারবেন বলে আশা করেছেন পররাষ্ট্রসচিব। তবে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি। 

ঢাকা সফররত আমেরিকার আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন সোমবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠকে দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। 

বৈঠকের পর পররাষ্ট্র সচিবের কাছে, র‌্যাবের কয়েক কর্মকর্তার নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আগামী ৩১ আগস্ট নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পুলিশ প্রধানদের সম্মেলনে আইজিপি বেনজীর আহমেদের যোগদানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সমস্যা থাকলে আগেই জানার চেষ্টা করবে সরকার। 

তাইওয়ান ইস্যুসহ বৈশ্বিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সনদ মেনে চলতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি আহবান জানিয়েছে বলে জানান সচিব। 

রোহিঙ্গা ইস্যুতে মার্কিন সহায়তা অব্যাহত রাখার কথাও জানিয়েছেন মার্কিন এই প্রতিনিধিদলের প্রধান। 

৬ই আগস্ট চার দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন। 

 

Mukta/shimul