বিনোদন ডেস্ক: ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান গায়িকা এবং অভিনেত্রী অলিভিয়া নিউটন-জন মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (৮ই আগস্ট) ক্যালিফোর্নিয়ার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭০-এর দশকের এই পপ সঙ্গীত তারকা। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
৭০-এর দশকের সাড়া জাগানো এই গায়িকা-অভিনেত্রী তার সুকণ্ঠ এবং সৌন্দর্য্যরে জন্য পরিচিত ছিলেন। ১৯৭৮ সালে “গ্রিস” চলচ্চিত্রের অভিনয়ের পর থেকে বিপুল জনপ্রিয়তা তাকে রাতারাতি একজন সুপারস্টারে পরিণত করে। ১৯৪৮ সালে ইংল্যান্ডের কেমব্রিজে জন্ম নেন নিউটন-জন। এর পর অস্ট্রেলিয়া চলে যান চারবার গ্র্যামি জয়ী এই তারকা। ৬০এর দশকে ব্রিটেনে তার গান ক্রমশ জনপ্রিয়তা পায়। ৭০ এর দশকে তার গানের জনপ্রিয়তা আমেরিকাতেও ছড়িয়ে পড়ে।
১৯৯২ সালে ব্রেস্ট ক্যানসার ধরা পরে। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হন। পরে ২০১৩ সালে আবার শরীরে ফিরে আসে ক্যানসার। আবারও ক্যানসার জয় করেন তিনি। কিন্তু ফের ২০১৭ সালে ফিরে আসে ক্যানসার। প্রায় ৩০ বছর ধরে তিনি ক্যান্সারের চিকিৎসা নিতে হয়েছে তাকে।
SAI/prabir