বিনোদন ডেস্ক: দীর্ঘ ১০ বছরের প্রেমকে পরিণতি দিচ্ছেন বলিউড তারকা আলি ফজল ও রিচা চাড্ডা। বলিউডের বহুল আলোচিত এই জুটি সিদ্ধান্ত নিয়েছেন বিয়ে করার। আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তারা।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, বিয়েতে শুধু দুই পরিবারের সদস্য ও তাদের কাছের কিছু বন্ধুরা উপস্থিত থাকবেন। আগামী অক্টোবরে মুম্বাইয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার আগে সংগীত ও মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে ৩৫০-৪০০ অতিথিকে নিমন্ত্রণ জানানো হবে।
গত কয়েক বছরে একাধিকবার বিয়ের দিন তারিখ ঠিক করলেও নানা জটিলতায় সেসব ভেস্তে যায়। অবশেষে চার হাত এক হচ্ছে এই যুগলের।
rocky/shimul