টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ

প্রকাশিত: ১০-০৮-২০২২ ১৩:০৫

আপডেট: ১০-০৮-২০২২ ১৭:১৪

ক্রীড়া ডেস্ক: জিম্বাবুয়েতে তিন ম্যাচের ওয়ানডে ক্রিকেট সিরিজের শেষ খেলায় টস হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ। এর আগে টসে জিত বাংলাদেশকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন জিম্ববুয়ের অধিনায়ক। বুধবার (১০ই আগস্ট) দুপুর সোয়া ১টায় হারারেতে সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাটিংয়ে নামে টাইগাররা। 

এর আগে প্রথম দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ এরই মধ্যে হাত ছাড়া হয়েছে টাইগারদের। তৃতীয় ম্যাচে হারলে ২১ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জায় ডুববে বাংলাদেশ।

এই সংস্করণে এটি বাংলাদেশের ৪০০তম ম্যাচ। তাই এই ম্যাচ জিততে মরিয়া মুশফিক, মাহমুদুল্লাহরা। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে জিম্বাবুয়ে। শেষ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখে টাইগারদের হোয়াইটওয়াশ করতে চায়  স্বাগতিকরা। বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় শুরু হবে খেলাটি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক) ক্লাইভ মাদান্দে, ব্র্যাডলি ইভান্স, তাকুদওয়ানাশে কাইতানো, লুক জঙউই, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধভের, তাদিওয়ানশে মারুমানি, টনি মুনিয়োঙ্গা, ভিক্টর নিয়ুচি ও রিচার্ড এনগারাভা।

 

MNU/prabir