সাভার সংবাদদাতা: সাভারে প্রায় ৫শ বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিসট্রিবিউশন কোম্পানি। এসময় জব্দ করা হয়েছে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ ও রাইজার।
বুধবার (১০ই আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত আশুলিয়ার জহরচান্দা, কাঠগড়ার দুর্গাপুর ও নিক্কন হাউজিং এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
সাভার তিতাস কর্তৃপক্ষ জানায়, তিতাসের মেইন লাইন থেকে অবৈধভাবে নিম্নমানের পাইপ ব্যবহার করে একটি চক্র বিভিন্ন বাসাবাড়িতে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সংযোগ দিয়েছিলো। প্রায় দুই কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫শ বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় অবৈধ সংযোগ নিতে ব্যবহৃত পাইপ ও রাইজার।
আগামীতেও এমন অভিযান চলবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।
MBK/shimul