নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার কামারপাড়া (রাজা বাড়ি) এলাকায় গত ৬ই আগষ্ট শনিবার দুপুরে ব্যাটারিচালিত রিক্সার গ্যারেজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণের ঘটনায় গ্যারেজ মালিক গাজী মাজহারুল ইসলাম সহ ৮ জন দগ্ধ হয়েছিলেন এবং এরমধ্যে ৮ জনেরই মৃত্যু হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায, উত্তরার কামারপাড়ায় নিহত গাজী মাজহারুল ইসলামের অটোরিক্সা গ্যারেজের পাশেই একটি ভাঙারির দোকান আছে। গ্যারেজে অটোরিক্সা রেখে ব্যাটারির নিয়মিত চার্জ দেওয়া হত এবং অটোরিক্সার ব্যাটারিতে কোন সাবধানতা অবলম্বন না করে এসিড পরিবর্তন করা হত।
নিহত মাজহারুলের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঐ গ্যারেজে ঘটনার দিন অনেকগুলো ব্যাটারি চার্য দেওয়া হচ্ছিল। পাশাপাশি চার্জ করা ব্যাটারিতে এসিড পরিবর্তন করা হচ্ছিলো। ব্যাটারিতে এসিড ঢালবার সময় অসাবধানতাবশত কিছু এসিড বিদ্যুতের তারে গিয়ে লাগে এবং বিদ্যুতের শর্টসার্কিট হয়ে বিস্ফোরণে গ্যারেজ মালিক গাজী মাজহারুল সহ ৮ জন অগ্লিদগ্ধ হয়। বিস্ফোরণের সময় গ্যারেজে থাকা ১৩টি অটোরিক্সা ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। অনান্য মালামালও পুড়ে ছাই হয়ে যায়।
পাশের ভাঙারির দোকান ঘরে রাখা ছিল, বিভিন্ন স্থান হতে কিনে আনা জার্ম কিল স্প্রের কিছু ব্যবহৃত খালি কৌটা ও অন্যান্য মালামাল ছড়িয়ে ছিটিয়ে পড়লেও সেগুলো অক্ষত ছিল। বিস্ফোরণ ঘটার পর উত্তরা ফায়ার স্টেশনের ব্যবস্থাপক সৈয়দ মনিরুল ইসলাম তিনটি টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরবর্তীতে বিস্ফোরক বিশেষজ্ঞ টিম ঘটনাস্থল পরদির্শন করে এবং পরীক্ষা নীরিক্ষা করে প্রাথমিক ভাবে নিশ্চিত হয় যে, বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুন লাগে ও ব্যাটারি বিস্ফোরিত হয়।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গ্যারেজে আগুন লেগে ১৩টি অটোরিক্সাসহ সকল মালামাল ছিন্নবিচ্ছিন্ন হলেও পাশের ভাঙ্গারির দোকানে রক্ষিত নন এলকহলিক ডঃ রাজেশ এর জার্মকিল কিল স্প্রে কৌটাগুলি অক্ষত ছিল।
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে তারা এখন অসহায়, দিশেহারা এবং অনিশ্চয়তায় ভুগছেন। বিত্তবানদের সহায়তা করার অনুরোধ করেন তারা। ঘটনাস্থলের আশেপাশের লোকজনদের সাথে আলাপকালে জানা যায়, ১ বছর আগেও একই রিক্সা গ্যারেজে বিদ্যুতের শর্টসার্কিটের কারণে একজনের মৃত্যু হয়।
এই ঘটনায় অটোরিক্সা গ্যারেজ ও ভাঙারির দোকানের মালিকের ভাই নুরুল ইসলাম বাদী হয়ে গত বুধবার তুরাগ থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
MHS/shimul