ক্রীড়া ডেস্ক: জয় দিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ।
রোববার (১৪ই আগস্ট) আলমেরিয়ার ঘরের মাঠ পাওয়ার হর্স স্টেডিয়াম থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল।
সাত বছর পর লা লিগায় খেলতে আসা আলমেরিয়া ষষ্ঠ মিনিটে রিয়ালকে স্তব্ধ করে এগিয়ে যায়। মাঝমাঠ থেকে সতীর্থের লম্বা করে বাড়ানো বল ডান পায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেন তরুণ বেলজিয়ান ফরোয়াড রামাজার্নি।
গোল হজম করে অবশ্য ঘুরে দাঁড়াতে মরিয়া প্রচেষ্টা চালায় রিয়াল। কিছুক্ষণের মধ্যে সুযোগও আসে। তবে বাধা হয়ে দাঁড়ায় আলমেরিয়ার গোলরক্ষক। প্রথমার্ধে রিয়ালের কমপক্ষে ৩টি প্রচেষ্টা ঠেকিয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধে দলে পরিবর্তন আনেন রিয়াল কোচ আনচেলত্তি। এরপরই ৬০তম মিনিটে সমতায় ফেরে রিয়াল। ভিনিসিউসের প্রচেষ্টা মার্তিনেস ব্যর্থ করে দিলেও বল পেয়ে বেনজেমা পাস দেন ভাসকেসকে। ছয় গজ বক্সের সামনে থেকে দারুণ শটে ফাঁকা জালে বল জড়ান ভাসকেস।
৭৫তম মিনিটে বদলি নামা আলাবার গোলে এগিয়ে যায় রিয়াল। দুর্দান্ত ফ্রি-কিকে লক্ষ্যভেদ করেন তিনি।
নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে বড় একটি সুযোগ পেয়ে যান আলমেরিয়ার সানচেস। বক্সের ভেতর থেকে গোলরক্ষক বরাবর শট মেরে বসেন তিনি। বাকি সময়ে আলমেরিয়া গোল শোধ করতে না পারায় স্বস্তির জয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
rocky/habib