এশিয়া কাপের ফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশের

প্রকাশিত: ১৫-০৮-২০২২ ১৯:৪০

আপডেট: ১৫-০৮-২০২২ ২১:৫৬

ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই বাংলাদেশ অংশ নেবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ। ক্রিকেটাররা মানসিকভাবে শক্তিশালী না হওয়ার কারণেই দলের প্রয়োজনে পাওয়ার হিট করতে পারেন না বলেও মনে করেন তিনি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় শোক দিবসে বিসিবি আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন খালেদ মাহমুদ।

১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । এ উপলক্ষে দুপুরে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে দোয়া মাহফিলের আয়োজন করে বিসিবি। 

এরপর সাংবাদিকদের সাথে এশিয়া কাপ টি- টোয়েন্টি নিয়ে কথা বলেন, বিসিবি পরিচালক খালেদ মাহমুদ। আগামী ২৭শে আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এই আসর।  টানা খেলার মধ্যে থাকায় এশিয়া কাপের আগে দলীয় অনুশীলন শুরুর সম্ভাবনা ক্ষীণ। তবে অধিনায়ক সাকিবসহ অনেকেই ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করে দিয়েছে। বর্তমান রানার্সআপ বাংলাদেশের লক্ষ্য ফাইনালে ওঠা, এমনটাই জানিয়েছেন বিসিবির এই পরিচালক। 

এশিয়া কাপের আগে ক্রিকেটারদের মানসিকভাবে আরো দৃঢ় হতে হবে বলেও জানান তিনি। 

আগামী ৩০শে আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। 

 

SMS/habib