কুয়াকাটায় পর্যটকদের ভিড়

প্রকাশিত: ১৮-০৮-২০২২ ২৩:০২

আপডেট: ১৯-০৮-২০২২ ১১:৫১

পটুয়াখালী সংবাদদাতা: টানা তিন দিনের ছুটি পেয়ে সাগরকন্যা কুয়াকাটায় ভিড় করছেন অনেক পর্যটক। কানায় কানায় পরিপূর্ন এখানকার হোটেল মোটেলগুলো। নাগরিক কোলাহল থেকে দূরে সাগরের বিশালতায় প্রশান্তি খুঁজছেন পর্যটকরা।

দু-দিন সাপ্তাহিক ছুটির সাথে এবার যোগ হয়েছে জন্মাষ্টমির সরকারি ছুটি। তাই পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভিড় করছেন হাজারও পর্যটক। সৈকতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য্য। তাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সাগরকন্যা কুয়াকাটা।

আগে বছরের বিশেষ বিশেষ দিনগুলোতে কুয়াকাটায় পর্যটকদের বাড়তি উপস্থিতি দেখা যেত। পদ্মা সেতু চালু হওয়ার পর সাপ্তাহিক ছুটিসহ সরকারি ছুটির দিনগুলোতে পর্যটকে পরিপূর্ন থাকে কুয়াকাটা। 

কুয়াকাটায় বর্তমানে দেড় শতাধিক আবাসিক হোটেল মোটেলসহ শতাধিক খাবার হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। পর্যটকদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে তারা কাজ করছেন বলে জানালেন সংশ্লিষ্টরা। 

কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও জেলা প্রশাসক জানান, কুয়াকাটাকে আন্তর্জাতির মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। 

পর্যটকদের হয়রানী বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি। 

 

MBK/shimul