পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর আভাস

প্রকাশিত: ১৯-০৮-২০২২ ১৪:৪১

আপডেট: ১৯-০৮-২০২২ ১৫:০০

তানজিলা নিঝুম: মার্কিন ডলারের বাজার অস্থিরতা হওয়ায় দেশের পুঁজিবাজারে কয়েকমাস ধরেই দরপতন হয়েছে। অধিক মুনাফার আশায় অনেকেই শেয়ার বিক্রি করে মার্কিন ডলার কিনে রেখেছেন বলে মনে করছেন ডিএসই’র সাবেক কর্মকর্তারা। বাজার স্বাভাবিক করতে সরকারের নেয়া উদ্যোগগুলো বাস্তবায়ন হলে দু’একমাসের মধ্যে বাজার ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদ তাদের।

চলতি বছরের শুরু থেকেই মুদ্রা বাজারের অস্থিরতার সঙ্গে পুঁজিবাজারেও দরপতন চলছে। দরপতন ঠেকাতে সাম্প্রতি শেয়ারের দামের সর্বনি¤œ সীমা বেঁধে দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সেই সঙ্গে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগে সীমা গণনায় বাজার দামের পরিবর্তে ক্রয় মূল্যকে বিবেচনায় নেয়ার সিদ্ধান্ত আসে। গত সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্য সূচক আগের দিনের তুলনায় ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ১৭৫ পয়েন্টে। লেনদেন বেড়েছে ৬০ কোটি ৬৯ লাখ টাকা। এবং শেষ কার্য দিবসে আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ২৪১ পয়েন্টে।

মার্কিন ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় অনেক বিনিয়োগকারী ডলারে বিনিয়োগ করছে বলে পুঁজিবাজারে লেনদেন কমছে, এমনটাই মনে করেন ডিএসই’র সাবেক সহ-সভাপতি আহমদ রশীদ লালী।

সরকারের নীতি নির্ধারকদের উদ্যোগে বাজার শিগগিরই ঘুঁরে দাঁড়াবে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুঁজিবাজারে ফিরতে শুরু করেছে বলে জানান তিনি।

ক্ষুদ্র বিনিয়োগকারীদের ধৈর্য্য ধরে বাজার পর্যবেক্ষন করার পরামর্শও দিয়েছেন ডিএসই’র সাবেক কর্মর্কতা। 

Nijhum/joy