রেলওয়েতে সিপাহী নিয়োগে দুর্নীতি, পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২৮-০৮-২০২২ ১৮:৪৯

আপডেট: ২৮-০৮-২০২২ ১৮:৪৯

চট্টগ্রাম প্রতিবেদক: রেলওয়েতে সিপাহী নিয়োগে দুর্নীতির অভিযোগে রেলওয়ে পূর্ব ও পশ্চিমাঞ্চলের চিফ কমান্ড্যান্টসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ (রোববার, ২৮শে জুলাই) দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন সংস্থাটির উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল হক।

মামলার আসামিরা হলেন বাংলাদেশ রেলওয়ের নিয়োগ কমিটির সদস্য ও বর্তমানে রেলওয়ে নিরাপত্তা বাহিনী পূর্বাঞ্চলরের চীফ কমান্ড্যান্ট মোহাম্মদ জহিরুল ইসলাম (৫১), নিয়োগ কমিটির সদস্য সচিব ও বর্তমানে রেলওয়ে নিরাপত্তা বাহিনী পশ্চিমাঞ্চলের চিফ কমান্ড্যান্ট মোহাম্মদ আশাবুল ইসলাম (৩৯), রেলওয়ে (পশ্চিম) নিয়োগ কমিটির সাবেক সদস্য ও বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব ফুয়াদ হাসান পরাগ, রেলওয়ে পূর্বাঞ্চলের এসপিও মোহাম্মদ সিরাজ উল্যাহ এবং রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ ফারুক আহামেদ (৬০)। 

দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক মোহাম্মদ নাজমুচ্ছায়াদাত জানান, সিপাহি নিয়োগে দুর্নীতির অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আসামিরা সবাই আরএনবি সিপাহী নিয়োগ কমিটিতে ছিলেন।

 

Kaniz/shimul