চট্টগ্রামে ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ২৯-০৮-২০২২ ১৮:৫১

আপডেট: ২৯-০৮-২০২২ ১৮:৫১

চট্টগ্রাম প্রতিবেদক:  দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে ফারমার্স ব্যাংকের সাবেক কর্মকর্তা ও ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (২৯শে আগস্ট) দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম ১ মামলাটি দায়ের করে।

জানা গেছে, দন্ডবিধির ৪০৯/৪২০/ ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন, ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), সাবেক ভাইস চেয়ারম্যান ড. আতহার উদ্দিন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোস্তাক আহম্মদ। 

মামলার বাকি আসামিরা হলেন, ফারমার্স ব্যাংকের সাবেক এসভিপি শওকত ওসমান চৌধুরী, খাতুনগঞ্জ শাখার সাবেক এসইও অ্যান্ড ম্যানেজার অপারেশন মো. আনোয়ার হোসেন, এস বি অটো ব্রিকস ইন্ডাস্ট্রিজ লিমিটিডের ম্যানেজিং ডিরেক্টর মো. ছগীর চৌধুরী, ব্যাংকের তৎকালীন পরিচালক মো. আবু আলম ও তার স্ত্রী পারভীন আজাদ।

এছাড়াও মামলায় আসামি করা হয়েছে ন্যাশনাল সার্ভে বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মাজেদুল ইসলাম, ফারমার্স ব্যাংকের সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক) ফয়সাল আহসান চৌধুরী ও সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শামীমকে।

মামলায় বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণামূলকভাবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঋণ গ্রহীতার বন্ধকী সম্পত্তির ফোর্সড সেল ভেল্যু কম জানা সত্তে¡ও আগের দেওয়া ১৪ কোটি টাকা ঋণের অতিরিক্ত আরও ১০ কোটি টাকা ৩ মাস মেয়াদী ঋণ দেয়। এই অর্থ স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ও নগদে উত্তোলন করে ১০ কোটি টাকা আত্মসাত ও সহযোগিতার দায়ে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. এনামুল হক বাদী হয়ে তাদের নামে মামলাটি দায়ের করেন।

 

MHS/shimul