ছুটি শেষে দেশে ফিরছেন না বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

প্রকাশিত: ৩১-০৮-২০২২ ১৫:২৩

আপডেট: ৩১-০৮-২০২২ ১৫:২৩

রীতা নাহার: দেশের ৩৩টি সরকারি বিশ্ববিদ্যালয়ের দেড় হাজারেরও বেশি শিক্ষক উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিদেশে আছেন। শিক্ষাছুটি শেষ হলেওদেশে ফেরেননি ২৭১ শিক্ষক। এই না ফেরার প্রবণতা বেড়েছে বলে জানিয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। দেশে না ফেরায় চাকরিচ্যুত করা হয়েছে ১২০জন শিক্ষককে। দেশে ফেরার তাগিদ ও টাকা আদায়ে ১৫১জন শিক্ষককে চিঠি দিয়েছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সালমা সুলতানা ২০১৭ সালে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য পূর্ণবেতনে দু’বছরের ছুটিতে যান। ২০১৯ সালে তার ছুটি শেষ হলেও কর্মস্থলে ফেরেননি, অবস্থান করছেন যুক্তরাজ্যে। এমনকি ছুটি বাড়াতে গবেষণা আর মাতৃত্বকালীন বিশ্রামের নামেভুয়া কাগজপত্র পাঠান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চাকুরিচ্যুত করেছে বলে জানালেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মখলেসুর রহমান।

২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত কুমিল­া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মুহাম্মদ মিজানুর রহমান, আইসিটি বিভাগের খন্দকার ফিদা হাসান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক আবুল বাসার পিএইচডিকরতে অস্ট্রেলিয়া গিয়ে আর ফেরেননি। যুক্তরাজ্যে গিয়ে রয়ে গেছেনড. ইংরেজি বিভাগের তাসনিমা আক্তার ও নৃবিজ্ঞানের হামিদা আক্তার। ৬ শিক্ষকেরবিরুদ্ধে মামলাসহ বিভাগীয় ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। খুলনায় কুয়েটের ইলেকট্রিকেল এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক আবু নাইম বাকির আহমেদ ও মেজবাউল হক যুক্তরাষ্ট্রে গিয়ে আর ফেরেননি। তাদের বরখাস্তসহ পাওনা আদায়ের প্রক্রিয়া চলছে।

উচ্চশিক্ষা, প্রেষণ, চিকিৎসা ও অবকাশ যাপনে বিদেশে আছেন সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬৮০ শিক্ষক। এরমধ্যে বিদেশে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন ৩৫৬ জন। শিক্ষাছুটি শেষ হলেও দীর্ঘদিন দেশে না ফেরায় কর্তৃপক্ষ মামলা করেছে বলে জানালেন বিশ্ববিধ্যালয়ের  উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

ইউজিসি’র তথ্য অনুযায়ী বুয়েটের ১৭১ শিক্ষকের মধ্যে ৪১জন ফেরেননি। চাকুরিচ্যুত করা হয়েছে ২১জনকে, বাকিদের বিষয়েও ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত ৮ শিক্ষকের মধ্যে ৭জনকে চাকুরিচ্যুত করা হয়েছে কর্তৃপক্ষ। বিভিন্ন বিদ্যালয়ে ছুটি শেষে চাকুরিচ্যুত হয়ে বিশ্ববিদ্যালয়কে টাকা ফেরত দিয়েছেন ১৪১ শিক্ষক। দেশে ফিরে কর্মস্থলে যোগ দিতে তাগাদা পত্র পাঠানো সহ চাকুরিচ্যুতির প্রক্রিয়ায় রয়েছে ১৫১ জন।

সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই প্রবণতা বাড়ছে। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীরা  ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানালেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আলমগীর। শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো ইউজিসির এই প্রতিবেদনে দেশের সরকারি ৫৮ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৩টির তথ্য রয়েছে। সবকটি বিশ্ববিদ্যালয়ের তথ্য পাওয়া গেলে বিদেশ থেকে ফিরে না আসা শিক্ষকের সংখ্যাটা আরো বাড়বে।

KNR/sharif