সন্ত্রাস মোকাবেলায় ‘জিরো টলারেন্স’ নীতিতে বাংলাদেশ

প্রকাশিত: ০২-০৯-২০২২ ০২:১২

আপডেট: ০২-০৯-২০২২ ০২:১২

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করে চলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (৩১শে আগস্ট) জাতিসংঘ সদর দফতরে গাম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সেইয়াকা সনকো এবং জাতিসংঘের সন্ত্রাস দমন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল ভ্লাদিমির ভরনকভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এ কথা বলেন তিনি।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের তৃতীয় পুলিশ প্রধান সম্মেলনের সাইডলাইনে ওই বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গাম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দুই মন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা, রোহিঙ্গা প্রত্যাবাসন, সন্ত্রাস দমন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইত্যাদি বিষয় নিয়ে দুই দেশের মধ্যে চলমান ও ভবিষ্যত সহযোগিতার ব্যাপারে আলোচনা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সাফল্য ও অনুকরণীয় ভূমিকার প্রশংসা করেন গাম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি গাম্বিয়ার শান্তিরক্ষী বিশেষ করে পুলিশ বাহিনীর প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

আইজিপি বেনজীর আহমেদ জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশের অবদানের কথা তুলে ধরেন। গাম্বিয়ার পুলিশবাহিনীর জন্য প্রশিক্ষণ সহায়তা সম্প্রসারণে বাংলাদেশ পুলিশের সক্ষমতা সম্পর্কে সে দেশের প্রতিনিধিদলকে অবহিত করেন আইজিপি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) প্রশিক্ষণ সুবিধা সম্পর্কে গাম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোহিঙ্গা ইস্যুতে, বিশেষ করে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার জন্য গাম্বিয়াকে ধন্যবাদ জানান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মানবিক কারণে বাংলাদেশ সাময়িকভাবে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, এ আশ্রয় আরও দীর্ঘায়িত করা অসম্ভব। তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অত্যন্ত জরুরি।

দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় বাংলাদেশের ‘সাফল্য উল্লেখযোগ্য‘ মন্তব্য করে গাম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও সহযোগিতা করার আশ্বাস দেন।

 

উভয় প্রতিনিধিদল দুই দেশের মধ্যে আরও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরিতে দ্বিপাক্ষিক সফরের বিষয়ে সম্মত হন।

/sanchita