ট্রাম্প সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি: বাইডেন

প্রকাশিত: ০২-০৯-২০২২ ১১:৪১

আপডেট: ০২-০৯-২০২২ ১১:৪১

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ এজেন্ডার সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর)  বৃহস্পতিবার সন্ধ্যায় ফিলাডেলফিয়ায় এক ভাষণে সাবেক প্রেসিডেন্ট ও তার  মতাদর্শকে লালন করা রিপাবলিকানদের ব্যাপক সমালোচনা করেন প্রেসিডেন্ট বাইডেন। এ ধরনের মতাদর্শের বিরুদ্ধে সমর্থকদের লড়াই না করার আহ্বানও জানান তিনি। একইসঙ্গে সামনে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের প্রত্যাখান করতেও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবারের ভাষণে আমেরিকার জনগণের অধিকার এবং নির্বাচনের স্বাধীনতা কি ভাবে এখনও ‘আক্রমণের শিকার’ সে প্রসঙ্গটিও তুলে ধরেন বাইডেন। তিনি পরিস্কার ভাবে জানান, আমেরিকার জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের স্বাধীনতা সুরক্ষিত রাখতে চায়। যুক্তরাষ্ট্রের সাম্য এবং গণতন্ত্র এখন আক্রমণের মুখে। তবে এই হুমকিগুলো মোকাবিলা করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন তিনি। 

সাধারণভাবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ সমালোচনা করলেও বাইডেন বলেন, তিনি মনে করেন না সব রিপাবলিকানই বিভাজন ও সহিংসতার পক্ষে। তবে গণতন্ত্রকে খর্ব করার যেকোনো প্রচেষ্টা সহিংসতার সূত্রপাত ঘটাতে পারে বলে সতর্ক করেন তিনি।

AR/sharif