জাপোরিঝিয়া পারমানবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত- আইএইএ

প্রকাশিত: ০২-০৯-২০২২ ১১:৫৯

আপডেট: ০২-০৯-২০২২ ১১:৫৯

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের জাপোরিঝিয়া পারমানবিক কেন্দ্রের অবকাঠামোগত অখন্ডতা বেশ কয়েকবার লঙ্ঘিত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরির্দশক দলের প্রধান রাফায়েল গ্রোসি। গতকাল পারমাণবিক বিদুৎকেন্দ্র এলাকাটি পরিদর্শন করে পরিদর্শক দল। যদিও হামলার কারণে পরিদর্শন বেশ বিলম্বিত হয়েছে।

গত কিছুদিন ধরে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে স্পর্শকাতর এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির আশেপাশে গোলাবর্ষণের অভিযোগ করছিল। কেন্দ্রের কাছাকাছি এলাকায় রুশ গোলাবর্ষণের কারণে একটি পরমাণু চুল্লি বন্ধ করে দিতে হয়েছে বলে অভিযোগ ইউক্রেনের।

এদিকে পরিদর্শক দলের কাছে নিরপেক্ষ প্রতিবেদনের প্রত্যাশা রাশিয়ার। নিরপেক্ষ প্রতিবেদনের জন্য পরির্দশক দলের পরিদর্শন নিরাপদ করার লক্ষ্যে সহযোগীতা করার কথাও জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। 

সের্গেই ল্যাভরভ বলেন, মস্কো আশা করে, জাতিসংঘের পরিদর্শকরা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অবস্থা সম্পর্কে নিরপেক্ষ প্রতিবেদন তৈরি করবে। সেইসাথে এই পরমাণু কেন্দ্র যেন নিরাপদ থাকে, যাতে নিরাপদে চালানো যায়, সেজন্য সাধ্যের মধ্যে যা যা করা দরকার, তার সবই করার প্রতিশ্রুতি দেন তিনি।

shamima/sharif