বাগেরহাট সংবাদদাতা: দীর্ঘ ১৫ বছর পর বাগেরহাটের শরণখোলা থেকে নতুন করে আবারো শুরু হয়েছে লঞ্চ চলাচল। আজ শুক্রবার (দোসরা সেপ্টেম্বর) দুপুর ২টার সময় রায়েন্দা ঘাট থেকে যাত্রী নিয়ে পূবালী-৭ নামে প্রথম লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
রায়েন্দা থেকে প্রতিদিন ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে একটি করে বিলাসবহুল লঞ্চ। কোনো ধরণের বিড়ম্বনা ছাড়াই নৌপথে খুব কম খরচে আসা-যাওয়া করতে পারবেন ঢাকা-চট্টগ্রামে কর্মরত হাজার হাজার পোশাক শিল্প কর্মীসহ এই অঞ্চলের সাধারণ যাত্রীরা। লঞ্চ সার্ভিস ঘিরে এই অঞ্চলের ব্যবসায়ী ও কর্মজীবী মানুষের মাঝে দেখা দিয়েছে উচ্ছ্বাস।
Kaniz/sharif