বরগুনা সংবাদদাতা: বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা থেকে যাচাইবাছাই ছাড়াই উপকারভোগীদের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক তালিকা হালনাগাদ করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু কোনো যাচাইবাছাই ছাড়াই ইউপি চেয়ারম্যান তালিকা থেকে ৮৭১ জনের নাম বাদ দিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। এ ঘটনায় জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এক ইউপি সদস্য।
বরগুনা সদরের ঢলুয়া ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচিতে এক হাজার ৮২৭জন তালিকাভুক্ত উপকারভোগী রয়েছে। চলতি বছরের জুলাইয়ে এসব উপকারভোগীদের তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করে খাদ্য বিভাগ।
এলাকাবাসীর অভিযোগ, যাচাইবাছাই ছাড়াই ইউপি চেয়ারম্যান আজিজুল হক স্বপন তালিকা থেকে ৮৭১ জনের নাম বাদ দিয়েছেন। সেই তালিকা ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ভুক্তোভোগীরা জানান, মূল তালিকায় তাদের নাম থাকলেও ডিজিটাল ডাটাবেইজ ও ওয়েবসাইটে নেই।
ঢলুয়া ইউনিয়নের ডিজিটাল ডাটাবেইজের কাজে জড়িতরা জানালেন, উপকারভোগীদের তালিকায় যাদের নাম পেয়েছেন তাই ডাটাবেইজ ও ওয়েবসাইটে দেয়া হয়েছে।
উপকারভোগীদের তালিকা থেকে খেয়ালখুশি অনুযায়ি নাম বাদ দেয়ার অভিযোগ এনে এরইমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ করেছেন ঢলুয়া ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম ফরিদ।
তবে অভিযুক্ত চেয়ারম্যান আজিজুল হক স্বপন জানালেন, উপজেলা খাদ্য কর্মকর্তা যে ধরনের নিদের্শনা দিয়েছেন সেই অনুযায়ী তালিকা করে উপজেলা খাদ্য অফিসে তিনি পাঠিয়েছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো.আব্দুল হাকিম জানালেন, অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
/sanchita