ইভিএমে আপত্তি নেই জাতীয় পার্টি-জেপি’র

প্রকাশিত: ০৫-০৯-২০২২ ১২:৪১

আপডেট: ০৫-০৯-২০২২ ১২:৪৫

ইভিএমে আপত্তি নেই জাতীয় পার্টি-জেপি’র

নিজস্ব প্রতিবেদক: সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক চায় জাতীয় পার্টি-জেপি। নির্বাচন কমিশনের কাছে সবার জন্য সমান সুযোগের অনুরোধ জানিয়েছে দলটি। 

সোমবার (৫ই সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে এ দাবি জানায় আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন দল জাতীয় পার্টি -জেপি। রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দলের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্য সকালে সংলাপে আসে। পরে শেখ শহিদুল ইসলাম জানান, ইভিএম তাদের আস্থা রয়েছে। তবে ৩০০ আসনে ইভিএম ব্যবহার করতে পারলে তবেই ভোটে এটি ব্যবহারের কথা বলেন। দলটির নেতারা মনে করেন নয়তো বৈষম্য হবে। 

এরপর বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সাথে নির্বাচন কমিশনের এই সংলাপ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জেপি জুলাইয়ে অনুষ্ঠিত সংলাপে অংশ নিতে পারেনি। নির্বাচন কমিশনের কাছে পরবর্তীতে সময় চাইলে সময় নতুন করে সেপ্টেম্বরে সময় দেয় ইসি। আগামী সংসদ নির্বাচনের কর্মপন্থা ঠিক করতে ১৭ই জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত সংলাপে অংশ নিতে ৩৭টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিলো ইসি, তবে মতবিনিময়ে অংশ নিয়েছে এপর্যন্ত ২৮টি রাজনৈতিক দল।

 

/sanchita