সিলেট সংবাদদাতা: টানা বৃষ্টিতে ডুবেছে সিলেট নগরী। রাস্তায় হাঁটুসমান পানি থাকায় চলাচলে সমস্যায় পড়ছে স্থানীয়রা। বিপণিবিতান ও বাসাবাড়িতেও ঢুকেছে পানি।
সোমবার (০৫ সেপ্টেম্বর) সকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাস্তায় হাঁটুসমান পানি থাকায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ধীরগতির কারণে অনেক সড়কে দেখা দিয়েছে যানজট।
স্থানীয়রা জানান, নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, বারুতখানা, হাওয়াপাড়া, নাইওরপুল, মির্জা জাঙ্গাল, লালাদীঘির পাড়, মাছিমপুর, মনিপুরী রাজবাড়ি, জালালাবাদ, দরগাহ গেটে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বারুতখানা এলাকার কয়েকটি দোকান এবং দর্শন্দেউড়ি, জালালাবাদ হাউজ, ইদ্রিছ মার্কেট ও রাজা ম্যানশনের ভেতরে ঢুকে পড়েছে পানি।
স্থানীয়রা বলছেন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমছে নগরীতে।
আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সিলেটে বৃষ্টি রেকর্ড করা হয়েছে ১০৮.২ মিলিমিটার। রোববার মোট বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৩.৫ মিলিমিটার। এর আগের দিন ছিল ১১৬.২ মিলিমিটার। বৃষ্টিপাতের পরিমাণ আগামীকাল থেকে কমে আসার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
/sanchita