রাঙ্গামাটি সংবাদদাতা: রাঙ্গামাটিতে ভূমি নিষ্পত্তি কমিশনের বৈঠককে কেন্দ্র করে ৩২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সোমবার (৫ই সেপ্টেম্বর) রাঙ্গামাটির এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই হরতালের ডাক দেয়া হয়।
আগামীকাল ৬ই সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ৭ই সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত রাঙ্গামাটি শহর এলাকায় টানা ৩২ ঘন্টার হরতাল পালন করবে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাঙ্গামাটি শহর এলাকায় আগামীকাল ৬ই সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ৭ই সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত ৩২ ঘন্টা হরতাল পালন করবে নাগরিক পরিষদ। হরতাল চলাকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতৃবৃন্দদের নিয়ে শহরের বিভিন্ন স্থানে মিছিল, পথসভাসহ ভূমি কমিশনের বৈঠককে প্রতিহত করা হবে বলে জানান নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত সকল নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য প্রদান করেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মুজিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবির, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর জামান ডালিম, যুগ্ম-সম্পাদক রুহুল আমিন, কেন্দ্রীয় কমিটির সহ-সাদারণ সম্পাদক এস এম মাসুম রানা, রাঙ্গামাটি জেলা কমিটির মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আসমা মল্লিক উপস্থিত ছিলেন।
MBK/habib