১৫ই সেপ্টেম্বর থেকে প্রাথমিকে শিক্ষক বদলি শুরু

প্রকাশিত: ০৭-০৯-২০২২ ২১:০৩

আপডেট: ০৭-০৯-২০২২ ২১:০৩

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এবারে বদলি কার্যক্রম হবে অনলাইনে। 

বুধবার মন্ত্রণালয়ে সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। এসময় তিনি বলেন, বর্তমানে সাক্ষরতার হার ৭৫ দশমিক ৬ শতাংশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ২১ লাখ নিরক্ষর নারী-পুরুষকে সাক্ষরতা প্রদান করা হয়েছে। 

২০৩০ সালের মধ্যে দেশে শতভাগ সাক্ষরতা নিশ্চিত করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।  

 

 

EHM/shimul