নিজস্ব প্রতিবেদক: বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও পালিত হলো আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস। সকালে রাজধানীর মহাখালীতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কার্যালয়ে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
এসময় আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, দেশে এখনও চার কোটির বেশি মানুষ নিরক্ষর। তাদের সাক্ষরতার আওতায় আনার চেষ্টা চলছে।
প্রতিমন্ত্রী আরও জানান, গত কয়েক বছরে দেশের ৬৪ জেলার ২৪৮টি উপজেলায় ১৫ থেকে ৪৫ বয়সী ৪৪ লাখ ৬০ হাজার নিরক্ষরকে সাক্ষর করা হয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে নিরক্ষরতা দূর করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
FM/shimul