রাজশাহীর সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ১৩-০৯-২০২২ ০৯:১১

আপডেট: ১৩-০৯-২০২২ ০৯:৩৭

রাজশাহী সংবাদদাতা: রাজশাহীতে ট্রেন লাইনচ্যুত হয়ে প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে রাজধানীসহ সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১৩ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।

তিনি বলেন, রাজশাহী থেকে রাতে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি সরদহ রেলস্টেশনের কাছে লাইনচ্যুতির ঘটনায় প্রায় ৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। সকালে লাইনচ্যুত বগি উদ্ধারের পর সকালে ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন সরদহ রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুতির ঘটনায় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সোমবার রাত সাড়ে ১০টার দিকে লাইনচ্যুতির এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

রাজশাহী স্টেশনের ম্যানেজার আব্দুল করিম জানান, রাতে রাজশাহী স্টেশন থেকে পঞ্চপড়ের উদ্দেশে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ছেড়ে যায়। সাড়ে ১০টার দিকে সরদহ স্টেশন অতিক্রম করার সময় পিছনের একটি বগির আটটি চাকা লাইন থেকে নেমে যায়। তবে সব বগির পেছনে থাকায় লাইনচ্যুত ওই বগিটি রেখেই ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যায়। পরে খবর পেয়ে ঈশ্বরদী জংশনের একটি রিলিফ ট্রেন উদ্ধার কাজে অংশ নেয়। প্রায় ৮ ঘণ্টার পর উদ্ধার কাজ শেষ করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাত ১১টা ২০ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও বাংলাবান্ধা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার কারণে ধূমকেতু ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটে।

MNU/sharif