তেলেঙ্গানায় স্কুটারের শো-রুমে আগুন, নিহত ৮

প্রকাশিত: ১৩-০৯-২০২২ ১০:৫৫

আপডেট: ১৩-০৯-২০২২ ১০:৫৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি ইলেকট্রিক স্কুটারের শো-রুমে আগুন লেগে আট জনের মৃত্যু হয়েছে। এতে দগ্ধসহ আহত হয়েছে আরও বেশ কয়েকজন। সোমবার (১২ই সেপ্টেম্বর) রাতে রাজ্যের সেকেন্দ্রাবাদে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার রাত ১০টার দিকে হায়দরাবাদ শহরের সেকেন্দ্রাবাদের ইলেকট্রিক স্কুটারের ওই শো-রুমে আগুন লাগে। পরে এই আগুন পার্শ্ববর্তী রেস্তোরাঁ ও ভবনে ছড়িয়ে পড়ে। এতে আটজনের মৃত্যু হয়। 

শো-রুমে বেশকিছু স্কুটার চার্জে বসানো ছিল। পুলিশের ধারণা, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মেহমুদ আলি জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‘দমকলকর্মীরা তাদের সাধ্যমতো চেষ্টা করে উদ্ধারকাজ শুরু করেছিলেন। কিন্তু ধোঁয়ার কারণে বেশ কয়েকজন শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। কীভাবে এ দুর্ঘটনা ঘটল, আমরা তদন্ত করে দেখছি।’

SAI/sharif