ক্রীড়া ডেস্ক: সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুর দশরথ আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে সাবিনা খাতুনরা।
গ্রুপ পর্বে টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে জয়ের ধারা ধরে রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় লাল-সবুজের মেয়েরা।
অন্যদিকে, সেমিফাইনালে নিশ্চিত করা ভারত নারী দলের লক্ষ্যও বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ করার। বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায় শুরু হবে খেলাটি।
NS/sharif