নাটোর সংবাদদাতা: নাটোরের অবিসংবাদিত আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য স্বাধীনতা পদকপ্রাপ্ত শংকর গোবিন্দ চৌধুরীর ২৭তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ই সেপ্টেম্বর) সকালে শহরের নীচা বাজারস্থ নিজ বাসভবনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্যসহ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় শ্রদ্ধা নিবেদন করেন পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা আইনজীবী সমিতি, ঘাতক দালাল নির্মূল কমিটি, পৌর কর্মচারী কল্যাণ পরিষদ, যুবলীগ, ছাত্রলীগসহ রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাকর্মীরা। পরে সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ছাতনী মহাশ্মশানে প্রয়াত নেতার বেদিতে শ্রদ্ধার্ঘ নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৯৫ সালের এইদিনে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক জেলা গভর্নর, সাবেক সংসদ সদস্য, সাবেক পৌর চেয়ারম্যান স্বাধীনতা পদকপ্রাপ্ত অবিসংবাদিত নেতা শংকর গোবিন্দ চৌধুরী পরলোকগমন করেন।
MNU/sharif