নারী অধিকার বাস্তবায়নে সরকার সচেতন : স্পিকার

প্রকাশিত: ১৩-০৯-২০২২ ১৮:৪৬

আপডেট: ১৩-০৯-২০২২ ২১:১৬

নিজস্ব প্রতিবেদক: নারী অধিকার বাস্তবায়নে সরকার সংবেদনশীল বলে জানালেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। 

আজ মঙ্গলবার (১৩ই সেপ্টেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট ক্লাবে, মহিলা পরিষদ আয়োজিত ‘বাংলাদেশের জতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারী সংসদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। 

স্পিকার বলেন, প্রতিটি জায়গায় নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আইন করতে হবে। সরাসরি নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়াতে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে, তা দূর করার পদক্ষেপ নিতে হবে। বর্তমান সরকার সে পদক্ষেপ নিয়েছে বলেও জানান স্পিকার। 

 

Mukta/shimul